


পাবলিক নিউজঃ কাঁকসা:-কালি পুজোর রাত্রে বাগদি পারা দিঘি তে জলে তলিয়ে গেল এক যুবক। তলিয়ে যাওয়া যুবকের নাম প্রদ্যুৎ বাগদী।২২বছর বয়স। কাঁকসার আড়া এলাকার বাসিন্দা। বুদবুদের ভরতপুরে সে তার মামার বাড়িতে কালীপুজো উপলক্ষে বেড়াতে এসেছিল বলে জানা গিয়েছে। সেখান থেকে কালীপুজোর রাত্রে কাঁকসার সিলামপুরে বাগদি পাড়া সংলগ্ন দিঘি তে পাড়ে বন্ধুর সাথে দেখা করতে আসে। তার পরেই বাগদি পারা দিঘি তে জলে তলিয়ে যায় বলে অভিযোগ।শুক্রবার সকাল থেকে ওই যুবককে উদ্ধারের চেষ্টা চালানো হয়।সকাল থেকেই বাগদি পাড়ে হাজির ছিলেন আমলা জোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও কাঁকসা থানার পুলিশ।স্থানীয়রা জানিয়েছেন, গতকাল গভীর রাত্রে ওই যুবককে বাগদি পারা দিঘি তে জলে নামতে দেখা যায়। এরপর তাকে জলে তলিয়ে যেতে দেখলে। অনেকেই তাকে উদ্ধার করার চেষ্টা করলেও তাকে আর উদ্ধার করা যায়নি। খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত সদস্য দের।পরে খবর পেয়ে পুলিশও আসে।শুক্রবার সকালে সিলামপুরের বাগদী পাড়া সংলগ্ন বাগদি পারা দিঘি তে উপস্থিত হন কাঁকসা আমলা জোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম আলী মীর। তিনি জানিয়েছেন গতকাল রাত্রে গ্রাম পঞ্চায়েতের সদস্য তাকে ফোনে বিষয়টি জানালে তিনি রাত্রেই ঘটনাস্থলে পৌঁছান। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে উদ্ধারের চেষ্টা চালায়। রাতে উদ্ধার করতে না পারলেও সকাল থেকে শুরু হয় উদ্ধার কাজ।তিনি জানিয়েছেন,তলিয়ে যাওয়া যুবক মদ্যপ অবস্থায় ছিলো।জলে নামার পর তাকে গ্রামের লোক তলিয়ে যেতে দেখে।এখনো পর্যন্ত উদ্ধার করা যায় নি।স্থানীয় জেলে দের সাহায্য নিয়ে তাকে উদ্ধার কাজ শুরু করা হয়েছে।





Leave a Reply