
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী দুর্গাপুর:– ট্রেলার থেকে ছিটকে পড়লো লোহার স্ট্রাকচার। আর সেই স্ট্রাকচার পায়ে পড়ে গুরুতর আহত হলেন এক মোটরবাইক আরোহী। বুধবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গুরুতর আহত মোটরবাইক আরোহীর নাম সমীর গরাই। ঘটনাটি ঘটেছে দূর্গাপুরের কাঁকসা থানার বাঁশকোপা শিল্প তালুকের রোডে। আহত সমীর গরাই দুর্গাপুরের ধুনরা প্লটের বাসিন্দা। তিনি সেলসম্যানের কাজ করেন। সমীর গরাইয়ের বন্ধু আনন্দ মণ্ডল বলেন, আমি সমীরের দুর্ঘটনার খবর পেয়ে এখানে আসি। সমীর এই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই একটি ট্রেলারে থাকা লোহার স্ট্রাকচার ছিটকে পড়ে। সেই৷ স্ট্রাকচার সমীরের পায়ে পড়ায় গুরুতর আঘাত লেগেছে। খবর পেয়ে এলাকায় পুলিশ আসে। পরে পুলিশ উদ্ধার করে তাকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা করা হয়।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।











Leave a Reply