
পাবলিক নিউজঃ কাঁকসা:-কাঁকসার কুলডিহায় ডায়রিয়ার প্রকোপে মৃত্যু হলো এক মহিলার।মৃতার নাম উর্মিলা মুর্মু (৩৫)। ঘটনাটি কাঁকসার মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুলডিহায়।
জানা গিয়েছে, কয়েকদিন ধরে এই এলাকার বাসিন্দাদের বমি, পায়খানা হতে থাকে। শনিবার প্রথমে উর্মিলা মূর্মুকে নামের মহিলাকে দুর্গাপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রবিবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে স্তানান্তর করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। তারপর থেকে এলাকার একাধিক মানুষ অসুস্থ হতে থাকে। সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় আরো চার জনকে। তাদের মধ্যে বুখী হাঁসদা নামের এক মহিলা আশঙ্কাজনক অবস্থায় আছে বলে জানা গিয়েছে। তাকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এলাকায় পৌঁছে বেশ কয়েকটি টিউবওয়েল সিল করে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। সরকারিভাবে পরিস্রুত পানীয় জল পৌঁছানোর জন্য পাইপলাইন বসানো হয়েছে কিন্তু সেই জল এখনো বাড়ি বাড়ি পৌঁছায় নি বলে অভিযোগ।সেই জন্যই মৃত্যুর মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বাড়তে শুরু করেছে।






Leave a Reply