

পাবলিক নিউজঃ কাঁকসা:-কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠলো কাঁকসার ৪টি পরিবারের বিরুদ্ধে।ওই ৪টি পরিবারের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে মঙ্গলবার কাঁকসার বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে বিডিওর কাছে ডেপুটেশন জমা দিলেন কাঁকসার বনকাটি গ্রামের কয়েকশো মহিলা।মহিলাদের অভিযোগ,লোন পাইয়ে দেওয়ার নাম করে অনেকের কাছে থেকে নথি নিয়ে ব্যাংক থেকে লোন তুলে নেন এলাকার ৪টি পরিবার।অনেক মহিলাকে লোন পাইয়ে দিয়ে সেই টাকাও হাতিয়ে নেয় তারা।গত কয়েকমাস ধরে সেই লোনের টাকা ব্যাংকে জমা না পড়ার পরেই ব্যাংকের আধিকারিকরা মহিলাদের বাড়ি তাগাদা দিতে আসে।এর পরেই গ্রামের মহিলারা প্রতারিত হয়েছেন বুঝতে পেরে প্রশাসনকে মৌখিক জানিয়েও কাজের কাজ কিছুই হয় নি বলে অভিযোগ।ঘটনার পর থেকেই এলাকা ছাড়া গ্রামের ওই চারটি পরিবার।ওই পরিবার গুলিকে খুঁজে বার করে টাকা উদ্ধারের দাবি নিয়ে কাঁকসার বিডিওর কাছে ডেপুটেশন দেন বনকাটি গ্রামের মহিলারা।কাঁকসার বিডিও পর্ণা দে জানিয়েছেন,গ্রামের মহিলারা একটা অভিযোগ জানিয়েছেন।এই বিষয়ে এলাকার মানুষের মধ্যে সচেতনতার প্রচার করার পাশাপাশি এই ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহনের অস্বাস দেন তিনি।






Leave a Reply