কথা চাষীদের সঙ্গে / পান্ডবেশ্বরে সরকারি ধান ক্রয় কেন্দ্র পরিদর্শনে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী পাণ্ডবেশ্বর:- সহায়ক মূল্যে সরকারি ধান ক্রয় কেন্দ্র শনিবার পরিদর্শন করলেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের মান্ডিতে সরকারি আধিকারিক ও ব্লক সমষ্টি উন্নয়নের আধিকারিকের তত্ত্বাবধানে চলছে চাষীদের থেকে সরাসরি ধান ক্রয় কেন্দ্র।
সেই কেন্দ্রে সঠিকভাবে সরকারি পরিষেবা কার্যকর হচ্ছে কিনা তারই তদারকিতে ও খোঁজ খবর নিতে  আসেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি চাষীদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথাও বলেন। দালাল বা ফড়েদের হাত থেকে চাষীদের বাঁচাবার জন্য বিভিন্ন পদ্ধতির কথাও তিনি তাদেরকে বলেন।
এই প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, বিগত দিনে এই ধান ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ফড়েদের প্রভাব ছিল ব্যাপক। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সহায়ক মূল্যে সরকারি ধান করে কেন্দ্র খোলার পর থেকেই চাষীরা যথেষ্ট লাভবান হয়েছেন। তারা একইসাথে সচেতন হয়েছেন। বিধায়ক আরো বলেন, সাধারণ চাষীদের মধ্যে আরও সচেতনতা বাড়াতে হবে। তবে তারা আরো বেশি করে লাভবান হবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts