ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় আসানসোলে বিক্ষোভ মিছিল আসানসোল,

পাবলিক নিউজ আসানসোল:– কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে শুক্রবার আসানসোল শহরে দানিশ আজিজের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বার করা হয়। আসানসোলের রেলপার এলাকার কুরেশি মহল্লা ব্রিজ থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে, জিটি রোডের বিএনআর মোড় হয়ে আসানসোল আদালত চত্বরে এসডিও বা মহকুমাশাসক (সদর) অফিস পর্যন্ত যায়। এই প্রসঙ্গে দানিশ আজিজ বলেন যে, কেন্দ্রীয় সরকার তাদের সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পাস করিয়েছে। এটি মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে আনা একটি বিল। এর ফলে মুসলিম সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া হবে। এছাড়াও, তাদের সামাজিক ও অর্থনৈতিক অধিকারেও হস্তক্ষেপ করা হবে। তিনি আরো বলেন, এর পরেও যদি রাস্তায় নেমে এর প্রতিবাদ না করা হয়, তাহলে তা হবে অত্যন্ত দুঃখের বিষয়। তিনি রেলপারের জনগণকে ধন্যবাদ জানান, এই বলে যে তারা এদিন এত বিশাল সংখ্যায় বেরিয়ে এসে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী দিনে যদি এই বিল প্রত্যাহার না করা হয়, তাহলে আসানসোলের মানুষ আরও বৃহত্তর পরিসরে প্রতিবাদ করবে। শুধু আসানসোল নয়, কলকাতা সহ সমগ্র বাংলায় আন্দোলন করা হবে।
এদিনের এই বিক্ষোভ মিছিলের জন্য আসানসোল শহররের জিটি রোডের একাংশে যান চলাচলে সমস্যা তৈরি হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts