





পাবলিক নিউজ আসানসোল:- ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির প্যানেল থেকে হওয়া নিয়োগ সম্প্রতি সুপ্রিম কোর্ট বাতিল করেছে। এই নির্দেশের পরে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মী। এরপর থেকেই রাজ্য জুড়ে বিভিন্ন স্তরে ক্রমাগত প্রতিবাদ চলছে। তারই মধ্যে বুধবার সকালে যখন যোগ্য শিক্ষকরা কসবায় ডিআই অফিসে স্মারকলিপি জমা দিতে যান, তখন পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে।
এর প্রতিবাদে বৃহস্পতিবার মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বা সিপিএমের কুলটি এরিয়া কমিটির পক্ষ থেকে নিয়ামতপুর বাজার এলাকায় একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সভায় অনেক বামপন্থী নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।
এই প্রসঙ্গে সিপিএমের নেতা দেবানন্দ প্রসাদ বলেন, বর্তমান রাজ্য সরকার দুর্নীতি ছাড়া কোনও কাজই করতে পারছে না। তাদের আমলে ২০১৬ সালে মাত্র একবার এসএসসির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিলো । কিন্তু তাতেও এত অনিয়ম পাওয়া গিয়েছিল যে আদালতকে সরকারকে বলতে হয়েছিল যারা যোগ্য এবং যারা অযোগ্য তাদের আলাদা করতে। কিন্তু এসএসসি, রাজ্য সরকার, শিক্ষা দপ্তর কেউই তা করতে পারেনি । যে কারণে পুরো প্যানেলটিকে বাতিল করতে হয়েছে সুপ্রিম কোর্টকে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণের মধ্যে প্রচুর ক্ষোভ রয়েছে। সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নিতে পারে বলেও আশঙ্কা রয়েছে। তিনি বলেন, রাজ্য সরকারের উচিত যোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করা। সিপিএম বাকিটা আদালতে বিষয়টি দেখবে।






Leave a Reply