
আলোক চক্রবর্তী আসানসোল:-মঙ্গলবার সকালে সাঁকতোড়িয়াতে কেন্দ্রীয় শ্রমিক সংঘটনে শতাধিক ঠীকা মজদুর যোগদান করলেন। মঙ্গলবার সকালে সাঁকতোড়িয়াতে ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন বা এন এফ আই টি ইউ এক সভার আয়োজন করেছিল এই সভায় উপস্থিত ছিলেন এন এফ আই টি ইউর রাজ্য সভাপতি বুম্বা মুখার্জি, ইসিএলের ঠীকাদার মজদুর ইউনিয়নের নেতা অভিজিৎ আচার্য সহ বিভিন্ন নেতৃত্ব। এই অনুষ্ঠানে আগামী দিনে পূজোর বোনাস সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং ইসিএলের পক্ষ থেকে কোন ব্যাবস্থা গ্রহণ না করা হলে সাঁকতোড়িয়া মূখ্য কার্যালয় ঘেরাও করা হবে।

Leave a Reply