
পাবলিক নিউজঃ আসানসোল অলোক চক্রবর্তী/ প্রকাশ দাস:– আসানসোল দক্ষিণ থানার জিটি রোডের সাতাইশা এলাকায় একটি চারচাকা গাড়ি ও একটি অটো রিক্সার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় অটো চালক সহ ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ এই ঘটনাট ঘটেছে। আহত ৬ জনের মধ্যে ৫ জনকে আসানসোল জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। অটো চালক জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার পরেই চারচাকা গাড়ির চালক সহ মোট তিনজন পালিয়ে যায়। পুলিশ গাড়িটিকে আটক করেছে।
জানা গেছে, এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ ঝাড়খণ্ড নম্বরের একটি চারচাকা গাড়ি কুলটি থানার নিয়ামতপুরের দিক থেকে দ্রুত গতিতে আসানসোলের দিকে আসছিল। ঐ একই সময়ে আসানসোল থেকে নিয়ামতপুরের দিকে যাচ্ছিলো যাত্রী বোঝাই একটি অটো রিক্সা। আসানসোল দক্ষিণ থানার জিটি রোডের সাতাইশা মোড়ের কাছে চারচাকা গাড়ির সঙ্গে ঐ অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটো চালক সহ মোট ৬ জন আহত হন। আহতদের মধ্যে চারজন পুরুষ এবং দুজন মহিলা । চারচাকা গাড়িতে থাকা চালক সহ তিনজন সুযোগ বুঝে গাড়িটি ঘটনাস্থলেই রেখে পালিয়ে যেতে সক্ষম হন। ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আহতদেরকে উদ্ধার করে। পরে তাদেরকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে অটো চালককে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।
এদিন স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ এই সাতাইশা মোড়ে দ্রুতগামী গাড়ি থেকে নিজেকে বাঁচাতে গিয়ে একজন মহিলা তার স্কুটি সহ পড়ে যান। তাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা চিকিৎসার জন্য তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান।
বলতে গেলে প্রায় একই সময়ে সন্ধ্যা আটটার সময় এই সাতাইশা এলাকায় রেসকিউ গেট লাগোয়া বিশ্বকর্মা কাঁটার কাছে একটি পিক-আপ ভ্যান এবং একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে বাইক আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকেরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান।
এদিকে, সাতাইশা এলাকায় পরপর পথ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করেন। এই সাতাইসা মোড়ের একটি বেসরকারি স্কুলের শিক্ষক ও কর্মীরা পথ দূর্ঘটনা ঠেকাতে প্রশাসনিক স্তরে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন৷ এই এলাকায় পথ দূর্ঘটনা নতুন নয়। এই ধরনের ঘটনা প্রতিদিন ঘটছে। কারণ এই এলাকায় অনেক জায়গায় বড় বড় পণ্যবাহী গাড়ি পার্ক করা থাকে। যানজট এই এলাকায় সাধারণ ব্যাপার। এমন পরিস্থিতিতে যানজট থেকে মুক্তি পাওয়ার পর, চালকরা দ্রুত গতিতে তাদের গন্তব্যের দিকে যাওয়ার চেষ্টা করেন। তাতেই দুর্ঘটনা ঘটে।
তাই, পরপর পথ দূর্ঘটনার পরে ঐ স্কুলের স্কুল শিক্ষক, কর্মী থেকে এলাকার বাসিন্দারা আসানসোল দক্ষিণ পুলিশের কাছে এই সাতাইশা মোড়ে যানজট আটকানোর পাশাপাশি ব্যারিকেড দেওয়া এবং স্পিড ব্রেকার তৈরির দাবি জানিয়েছেন।
পুলিশ প্রশাসনের তরফে, তাদের দাবি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।











Leave a Reply