

পাবলিক নিউজ ডেস্ক:– আসানসোলের জিটি রোডের মুর্গাশোল এলাকায় দুটি হোটেল বুধবার পরিদর্শন করেন আবগারি বিভাগের আধিকারিকরা। তাদের সঙ্গে ছিলেন আসানসোল পুরনিগমের ইঞ্জিনিয়ার ও আসানসোল দক্ষিণ থানার পুলিশ। সাংবাদিকরা তাদের পরিদর্শনের কারণ সম্পর্কে আধিকারিকদের জিজ্ঞাসা করলে তারা কোনও উত্তর দেননি। অন্যান্য হোটেলেও এই ধরনের পরিদর্শন করা হবে কিনা সে সম্পর্কে আধিকারিকরা সরাসরি কোনকিছু বলতে চাননি। এক আধিকারিক বলেন, নিয়ম মেনে এই পরিদর্শন করা হচ্ছে।
এদিকে, এই পরিদর্শন নিয়ে আসানসোলে রাজনৈতিক চাপানওতোর শুরু হয়েছে। বিজেপি এই হোটেল পরিদর্শনের পেছনে শাসক দল তৃনমুল কংগ্রেসের রাজনৈতিক অভিসন্ধি খুঁজে পেয়েছেন। এর পাল্টা জবাব বিজেপিকে দিতে দেরী করেননি শাসক দলের নেতৃত্ব।
প্রসঙ্গতঃ, দিন কয়েক আগে পশ্চিমবঙ্গ দিবস পালন উপলক্ষে দলের এক কর্মসূচিতে যোগ দিতে আসানসোলে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই দুটি হোটেলে বিশ্রাম নিয়েছিলেন।
এই প্রসঙ্গে বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, আমরা দিন কয়েক দেখবো আসানসোলের সব হোটেলে এমন পরিদর্শন হয় কিনা। তারপর আমরা যা করার করবো। আমরা বুঝতে পারছি এর পেছনে রাজনৈতিক কারণ আছে। গোটা রাজ্যে এখন এমনটাই করা হচ্ছে।
পাল্টা জবাব দিতে গিয়ে তৃনমুল রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু বলেন, বিজেপি সবকিছুর পেছনে রাজনীতি খোঁজে। কারণ তাদের কাছে তো অন্য কিছু নেই। বাংলার মানুষের জন্য ভাবনা তাদের নেই। কেন হোটেল পরিদর্শন করা হয়েছে, তা যারা গেছিলেন, তারা বলতে পারবেন।










Leave a Reply