




পাবলিক নিউজ আসানসোল :– আসানসোল মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বৃহস্পতিবার আসানসোলের উষাগ্রামের গুজরাটি ভবনে একটি সেমিনারের আয়োজন করা হয়। ” আর্ট অফ ইনভেস্টমেন্ট ” শীর্ষক এই সেমিনারের উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে বিনিয়োগ সম্পর্কে সচেতন করা। এই প্রসঙ্গে সংগঠনের সভাপতি হিরেন ব্যাস বলেন, এখন বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে। কিন্তু কোন খাতে বিনিয়োগ করা উচিত তা নিয়ে মানুষ দ্বিধাগ্রস্ত। এই বিভ্রান্তি দূর করার জন্য, আসানসোল মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই সেমিনারের আয়োজন করেছে। সেই সেমিনারে কলকাতা থেকে একজন অতিথি বক্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। যিনি এই বিষয়ে জনগণকে সচেতন করবেন। তিনি আরো বলেন, সমাজের প্রতিটি অংশ এবং প্রতিটি শ্রেণীর মানুষ বিনিয়োগ করতে চায়। কিন্তু তারা জানে না কোথায় বিনিয়োগ করা যাবে। এখন শেয়ার বাজার এত দ্রুত পতনের দিকে যাচ্ছে যে মানুষ ভীত। এমন পরিস্থিতিতে, জনগণকে সঠিক দিক নির্দেশ দেওয়ার জন্য আসানসোল মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এই সেমিনারের আয়োজন করেছে। এদিনের সেমিনারে, সংগঠনের সভাপতি হিরেন ব্যাস ছাড়াও, সম্পাদক দিলীপ টোডি, সাংগঠনিক সম্পাদক নবীন আগরওয়াল, বোর্ড সদস্য রাহুল শেঠ, সন্দীপ ডোলি উপস্থিত ছিলেন। সঙ্গে অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এই সেমিনারে ব্যবসায়ী তথা দক্ষিণবঙ্গের বনিকসভা ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ফসবেকির সভাপতি শচীন রায় এবং বিনোদ গুপ্ত সহ অন্যান্যরা সেমিনারে উপস্থিত ছিলেন।






Leave a Reply