

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– মঙ্গলবার সকালে আসানসোল রবীন্দ্র ভবনে আসানসোল প্লেয়ারস ওয়েলফেয়ার এ্যাসোসিয়সনের পক্ষ থেকে ৫ তম আন্ত স্কুল কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী উদ্বোধন করলেন। প্লেয়ারস ওয়েলফেয়ার এ্যাসোসিয়সনের আসানসোল শাখার সম্পাদক সোমেশ্বর দাঁ জানান তাদের সংঘটন স্কুলের পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাতে অংশ নেবার জন্য উদ্বুদ্ধ করে থাকেন, পড়াশোনার পাশাপাশি খেলাধূলা করলে শরীর ও মন দুটোই সুস্থ থাকে।




Leave a Reply