


পাবলিক নিউজঃ আসানসোল :– দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে মারা যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করা শুক্রবার সকালে আসানসোল পুরনিগমের তরফে। এদিন ডঃ মনমোহন সিংয়ের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, কমিশনার রাজু মিশ্র, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, ওএস বীরেণ অধিকারী সহ অন্যান্যরা। অন্য মেয়র পারিষদ এবং কাউন্সিলররা ডঃ মনমোহন সিংয়ের ছবিতে শ্রদ্ধা জানান। এই প্রসঙ্গে মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বলেন, বৃহস্পতিবার রাতে ভারতের ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিত্ব, অর্থনীতিবিদ, প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং মারা গেছেন। তাঁর প্রজ্ঞা ও কাজ আমাদের জন্য অনুপ্রেরণা। ভারতের রাজনীতির জন্য অত্যন্ত দুঃখের দিন।










Leave a Reply