আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে ২৫ তম প্রতিষ্ঠা দিবস পালনে তিনদিনের অনুষ্ঠান/ স্বামী বিবেকানন্দকে স্মরণ

পাবলিক নিউজঃ আসানসোল অলোক চক্রবর্তী:– আসানসোলের জামুড়িয়ার চাঁদায় ১৯ নং জাতীয় সড়ক লাগোয়া আসানসোল নর্থ পয়েন্ট স্কুল রবিবার স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মবার্ষিকী ও স্কুলের ২৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই উপলক্ষে স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শচীন রায়, ডিরেক্টর মিতা রায় , এক্সিকিউটিভ ডিরেক্টর গৌরব রায়, এ্যাসেসিয়েট ডিরেক্টর শিল্পা সরকার রায়, অধ্যক্ষ রাজীব সাউ এবং স্কুলের সমস্ত কর্মচারী, ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূমের বোলপুরের বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.বিবেক কুমার মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন বিসি কলেজের অধ্যক্ষ ডঃ ফাল্গুনী মুখোপাধ্যায় , বিবি কলেজের অধ্যক্ষ ডঃ অমিতাভ বসু, কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ চন্দন কোনার, রোটারি ক্লাবের সভাপতি আরপি খৈতান , নর্থ পয়েন্ট স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা স্মৃতিকণা মিত্র, আসানসোল আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ডাঃ অশোক চট্টোপাধ্যায়, হেরিটেজ স্কুলের পরিচালক নীলম সাপ্রা সহ অন্যান্যরা । প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান শুরু হয়। আসানসোল নর্থ পয়েন্ট স্কুল ম্যানেজমেন্টের পক্ষ থেকে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদেরও সম্মানিত করা হয়। এ সময় গণেশ বন্দনার পাশাপাশি বিদ্যালয়ের শিশুরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। যা উপস্থিত সকল দর্শকরা উপভোগ করেন। এদিনের অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা যারা এখানে পড়াশোনা করে আজ নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হয়েছে ও সুনাম অর্জন তাদেরও সম্মান জানানো হয়।
এই প্রসঙ্গে শচীন রায় বলেন, ১২, ১৩ ও ১৪ জানুয়ারি মোট তিনদিন ধরে স্কুলের ২৫ তম বছর পালনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বিষয়ের মেলা থাকছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts