

পাবলিক নিউজঃ ডেস্ক কাঁকসা:-আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সোমবার পানাগড় বাজারের একটি ক্লাবে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।এদিন এই অনুষ্ঠানে ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল,পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের কর্মাধক্ষ তথা আইনজীবী বৈশাখী বন্দোপাধ্যায়,কাঁকসার আইসি পার্থ ঘোষ সহ বিশিষ্ট চিকিৎসকরা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।এদিন রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেন।

কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নানান কর্মসূচি গ্রহন করা হয়েছিল।তার অঙ্গ হিসেবে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়।যেখানে পুলিশ কর্মীদের পাশাপাশি কাঁকসা থানার সিভিক ভলান্টিয়ার রা সহ এলাকার বহু মানুষ এদিন রক্তদান শিবিরে রক্তদান করেন।মূলত রক্তের সঙ্কট মেটাতে তাদের এই উদ্যোগ বলে জানান।

Leave a Reply