
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল :– আসানসোলে সদর দফতর রয়েছে সাপোর্ট ইণ্ডিয়া ডেভেলাপমেন্ট নামে এক বেসরকারি এনজিও সংস্থার। যারা বাংলা বিহার ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যের প্রান্তিক খেটে খাওয়া মানুষ তথা কৃষিজীবিদের কাছ থেকে বেশি মুনাফার লোভ দেখিয়ে এগরিকালচার ডেভেলাপমেন্টের নামে নানা স্কিমে টাকা তুলে আত্মসাত করছে। এমনই অভিযোগ তুলে বুধবার সংস্থার গেটের সামনে বিক্ষোভ দেখায় সংস্থারই দক্ষিণ ২৪ পরগণা জেলার দায়িত্বে থাকা এক এজেন্ট। এদিন তিনি সংস্থার উপভোক্তাদের নিয়েই সংস্থার সদর দফতরে হাজির হন। তিনি বলেন, ওই বেসরকারি সংস্থা প্রথমে উপভোক্তাদের ৮৭৫ টাকা দিয়ে আইডি করিয়ে প্রতিমাসে ৩৫০ টাকা করে জমা দিতে বলে। যার বদলে তিনমাস অন্তর তিন হাজার টাকা করে ফেরত দেওয়া হবে। কিন্তু সংস্থা টাকা ফেরতের নামে উপভোক্তাদের ভুয়া চেক প্রদান করে পর পর তিনবার। এরপরেই উপভোক্তারা এদিন তাদের লগ্নিকৃত টাকা ফেরতের দাবিতে সংস্থার গেটে বিক্ষোভ প্রদর্শন করে ও তাদের টাকা ফেরত চায়।











Leave a Reply