আসানসোলের বারাবনি থানার পুলিশের তৎপরতা / ৩১ জন ফিরে পেলেন হারানো মোবাইল ফোন

পাবলিক নিউজঃ বারাবানি:- আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার পক্ষ থেকে শনিবার ৩১ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে আসল মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল। আসানসোল দূর্গাপুর পুলিশের ” ফিরে পাওয়া ” শীর্ষক এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি (হিরাপুর) ঈপ্সিতা দত্ত, সার্কেল ইন্সপেক্টর ( হিরাপুর) অশোক মহাপাত্র সিনহা, বারাবনি থানার ওসি দিব্যেন্দু মুখোপাধ্যায়।
এছাড়াও উপস্থিত ছিলেন এসআই শোভন সাহা, পিএসআই জিন্নাত আনসারি ও বিক্রম রায়। পুলিশের তৎপরতায় হারানো মোবাইল ফোন নতুন করে হাতে পেয়ে স্বাভাবিক ভাবেই ৩১ জনই খুব খুশি। তারা বারাবনি থানার ওসি সহ পুলিশ কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts