আসানসোলের পঞ্চায়েত এলাকায় পানীয়জল নিয়ে মহকুমাশাসকের বৈঠক……….. আসানসোল, ৯ এপ্রিলঃ

পাবলিক নিউজ আসানসোল :–চলতি গ্রীষ্ম বা গরমকালে পানীয়জলের সমস্যা মেটাতে বেশকিছু জায়গায় জলের ট্যাঙ্কার করে জল সরবরাহ করা হয়। আসানসোল সাব ডিভিশন বা মহকুমায় বিভিন্ন ব্লকের পঞ্চায়েত সমিতির সকল এলাকার জল ট্যাঙ্কার করে পানীয়জল সরবরাহের সুবন্দোবস্ত করতে বুধবার আসানসোলের মহকুমাশাসকের (সদর) কার্যালয়ের কনফারেন্স হলে একটি প্রশাসনিক বৈঠক হয়। মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্যের পৌরহিত্যে হওয়া এই বৈঠকে ইসিএলের সমস্ত এরিয়ার জিএম , পিএইচই বা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ইঞ্জিনিয়ার , বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ-সভাপতিরা উপস্থিত ছিলেন।
বৈঠকের পরে মহকুমাশাসক (সদর) বলেন, পিএইচই ও ইসিএল সমস্ত এলাকায় পানীয়জল সরবরাহ করবে যেখানে জলের প্রয়োজন হবে। এই ব্যাপারে কাদের কি করনীয় তা এদিনের বৈঠকে আলোচনা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts