আরজি করের ঘটনা / দূর্গাপুরে এসবিআইয়ের আধিকারিক ও পেনশনভোগীদের মৌন প্রতিবাদ

পাবলিক নিউজঃ ডেস্ক দূর্গাপুর:- আরজি করের ঘটনা নিয়ে সোচ্চার সমগ্র বাংলা। ডাক্তার থেকে শুরু করে শিল্পী, সাহিত্যিক, আইনজীবী, অভিনেতা, অভিনেত্রী সহ সমাজের বিভিন্ন স্তরের পাশাপাশি সাধারণ মানুষ কোন ক্ষেত্রেই বাদ নেই নির্যাতিতার বিচার চেয়ে পথে নামতে। বিচার চেয়ে মিছিল হচ্ছে।
সোমবার একইভাবে পথে নামতে দেখা গেল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআইয়ের দুর্গাপুর শাখার আধিকারিক, কর্মী ও পেনসন উপভোক্তাদের। যারা এদিন একজোট হয়ে দুর্গাপুর প্রাণকেন্দ্র সিটি সেন্টারে মৌন অবস্থায় প্রতিবাদ জানান। তাদেরও দাবি, আরজি করের ঘৃণ্য অপরাধের দোষীদের অবিলম্বে কঠোরতম শাস্তি দিতে হবে। আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে পথে নেমেছি আমরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts