

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বুধবার সকালে আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়কে বার্ণপুরের আদিবাসী সম্প্রদায়ের জনগণ এলাকার বিভিন্ন সমস্যা সম্বলিত স্মারকলিপি জমা দিলেন। আদিবাসী সম্প্রদায়ের ধর্মদাস মাজি জানান তাদের হীরাপুর এলাকায় অনেক সমস্যা যার মধ্যে ধেনুয়া গ্রামে আদিবাসীদের জমি দখল করা হচ্ছে মামলা করতে গেলে তাদের বিভিন্ন মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হচ্ছে কোন আইনজীবী তাদের হয়ে মামলা লড়তে রাজী নয় সব শুনে মেয়র প্রতিশ্রুতি দিয়েছেন আইনজীবী নিয়োগ করে তাদের সহায়তা করবেন, দ্বিতীয়ত নতুনডি তালকুড়ী গ্রামের জলের পাইপ লাইন বসেে গেলেও গ্রামবাসীরা জল পাচ্ছেন না মেয়র জানিয়েছেন গ্রামবাসীদের জলের সংযোগ নেবার জন্য আবেদন করতে কারণ শুধুমাত্র বাড়ীতে জলের সংযোগে জল দেবার জন্য জলাধার বানানো হয়েছে, তালকুড়ী থেকে নতুনডি যাবার রাস্তা তৈরী করে দিতে এবং বড়থোল থেকে বার্ণপুর যাবার রাস্তায় রেল কতৃর্পক্ষ ওভারব্রিজ বানিয়ে দিলেও সংযোগ কারী রাস্তা ঠীকাদারের গাফিলতির কারনে তৈরী হচ্ছে না। মেয়র বিধান উপাধ্যায় জানান তিনি আদিবাসী সম্প্রদায়ের সমস্যা শুনেছেন এবং সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছেন।






Leave a Reply