


পাবলিক নিউজঃ কাঁকসা:-অমৃত ভারত স্টেশনের আওতায় ভারত বর্ষের বিভিন্ন স্টেশনের পাশাপাশি পানাগড় স্টেশন কেও সাজিয়ে তোলার কাজ চলছে জোর কদমে।শুক্রবার দুপুরে পানাগড় স্টেশনে সেই কাজ পরিদর্শন করতে আসেন আসানসোল থেকে রেলের আধিকারিকরা।রেলের আসানসোল ডিভিশনের পি আর ও বিপ্লব বাউড়ি জানিয়েছেন দ্রুত গতিতে কাজ চলছে।স্টেশনের দুটি প্লাটফর্মের দর্ঘ আরও বাড়ানো হয়েছে।দুই ও তিন নম্বর প্লাটফর্মের মধ্যে যাত্রীদের বসার জন্য সিট লাগানো হয়েছে দু দিকে শেড লাগানো হয়েছে।দুটি প্লাটফর্মে লিফ্ট লাগানো হয়েছে।উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা লাগানো হয়েছে।প্লাটফর্ম গুলি আগের থেকেও আরও পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি নতুন করে রং করার কাজ চলছে।যাত্রীদের জন্য বিশ্রামাগর ও স্টেশনের দক্ষিণ দিকে নতুন টিকিট কাউন্টার নির্মাণ করা হয়েছে।কাজ সম্পন্ন হলে রেলের পক্ষ থেকে নতুন করে গড়ে তোলা অমৃত ভারত স্টেশন হিসেবে তা উদ্বোধন করা হবে।পানাগড় স্টেশন নতুন ভাবে সাজিয়ে তোলার কাজে খুশি রেল যাত্রীরা।






Leave a Reply